ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হোটেল কক্ষে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
হোটেল কক্ষে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন মমতা মমতা ব্যানার্জি

ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হোটেল কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, দ্রুত কক্ষ থেকে তাকে উদ্ধার করে সরিয়ে নেওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান।



সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিআই জানায়, নির্বাচনী প্রচারণায় মালদায় অবস্থানরত মমতার হোটেল কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে সময় মতো তাকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান তিনি।

ভারতের চলমান ১৬তম জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে নিজের দল তৃণমূলের প্রার্থী অভিনেতা মিঠুন চক্রবর্তীর পক্ষে প্রচারণা চালাতে মালদা সফর করছেন মমতা। সন্ধ্যায় অগ্নিকাণ্ডের সময় মালদার নারায়ণপুরের গোল্ডেন পার্ক নামে একটি বেসরকারি হোটেলের প্রথম তলার একটি কক্ষে অবস্থান করছিলেন তিনি।

তৃণমূলের মুখপাত্র দেড়েক ও’ব্রেইন জানান, যখন আগুনের সূত্রপাত হয়, তখন মমতা কক্ষেই ছিলেন...তবে তিনি অক্ষত রয়েছেন।

রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, মমতার হোটেল কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মাত্রাতিরিক্ত উত্তপ্ত হয়ে যায় এবং ধোঁয়া ছড়াতে শুরু করে। ভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সেটি বুঝতে পারায় দ্রুত তাকে উদ্ধার করা হয়। মুখ্যমন্ত্রী এখন নিরাপদ আছেন এবং তার কক্ষ পরিবর্তন করা হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নিজের কক্ষেল ওয়াশরুমে অবস্থান করছিলেন মমতা। হঠাৎ কক্ষের এসিতে আগুন ধরে গিয়ে ধোঁয়া ছড়াতে শুরু করে। এসময় শ্বাস ফেলতে অস্বাভাবিক লাগায় নিজের একজন সহকারীকে চিৎকার করে ডাকতে থাকেন মুখ্যমন্ত্রী।

মমতার সফরসঙ্গী রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্র জানান, চিৎকার শুনে দ্রুত তার কক্ষে গিয়ে একটি কম্বল পেঁচিয়ে মুখ্যমন্ত্রীকে উদ্ধার করেন সহকারী জয়দীপ। এসময় পুরো কক্ষই ধোঁয়ায় ছেয়ে যায়।

পুলিশ জানায়, দ্রুত চিকিৎসকরা ঘটনাস্থলে এসে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। তিনি স্বাভাবিক রয়েছেন। এছাড়া, খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় তদন্ত চলছে। তবে, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।

অবশ্য, এ অগ্নিকাণ্ড ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে দাবি করেছেন তৃণমূল নেতা ও মন্ত্রী মদন মিত্র।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।