ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সবার নজর বারাণসী

সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ১৩, ২০১৪
সবার নজর বারাণসী

কলকাতা থেকে: ভারতে ষোড়শ লোকসভা নির্বাচনের শেষ রাউন্ডের ভোট গ্রহণ শেষ হল পশ্চিমবঙ্গ-সহ উত্তরপ্রদেশ ও বিহারের মোট ৪১টি আসনে৷ তবে গোটা দেশের নজর ছিল বারাণসীর তিন হেভিওয়েট প্রার্থীর দিকেই৷

উত্তর প্রদেশের প্রাচীন এই জনপদে সোমবার অগ্নিপরীক্ষা হয়ে গেল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর৷ পাস-ফেল রেজাল্ট ১৬ মে। মোদীর প্রতিপক্ষ দুই হেভিওয়েট নেতা আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেসের অজয় রাই৷

বারাণসী কেন্দ্রে জয় হলে প্রধানমন্ত্রীর মসনদ দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবেন নরেন্দ্র মোদী৷ গুজরাট মুখ্যমন্ত্রীর জয় নিশ্চিত ধরে নিয়েই এখন প্রস্তুত হচ্ছে বিজেপি৷ তবে কত ব্যবধানে মোদী জয় পান তা দেখতেই এখন মুখিয়ে আছে সবাই৷

তিন হাজার বছরের পুরনো বারাণসী শহর থেকে এই প্রথম কোনও প্রার্থী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন৷ বারাণসীতে প্রতি ছ'জনের মধ্যে একজন মুসলিম ভোটার৷ মোদীর জয় সহজ করতে কাশীর গলিতে গলিতে মোদী-ঝড় তুলেছিল বিজেপি কর্মীরা৷

একইসঙ্গে তাদের বিরু‌দ্ধে মেরুকরণের অভিযোগও উঠেছে৷ মোদী সোমবার বারাণসীতে না এলেও টুইটারে নতুন ভোটারদের ভোট দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন৷ বারাণসীর ১৫৬২টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট করাতে প্রায় ৪৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়৷

সোমবার সকাল সাতটায় রামনগর বুথে প্রথম ভোট দেন বারাণসীর রাজা অনন্ত নারায়ণ সিং৷ এরপরেই পৌঁছে যান অজয় রাই৷ কংগ্রেসের ‘হাত' চিহ্ন দেওয়া ব্যাজ পরে ভোট দিতে আসায় তাঁর বিরু‌দ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে৷

অজয়ের দাবি, গান্ধীনগরে নরেন্দ্র মোদীও ভোট দেওয়ার সময় ‘পদ্ম' চিহ্ন নিয়ে ভোট দিতে গিয়েছিলেন৷ কিন্তু তাঁর ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নেয়নি৷
অন্যদিকে এদিন বিতর্কিত আজমগড় কেন্দ্রে ভাগ্যনির্ধারণ হচেছ সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের৷ রাজ্যজুড়ে মোদী-হাওয়া থাকলেও বিজেপি সবার ভোট কাড়তে পারবে না বলে দাবি মুলায়ম সমর্থকদের৷

সোমবার পশ্চিবঙ্গ রাজ্যে শেষ দফায় ১৭টি কেন্দ্রে ভোট হল৷ বিক্ষিপ্ত সহিংসতার কিছু ঘটনা ছাড়া ভোটপর্ব শেষ হয়  শান্তিতেই৷ দুপুর বারোটা পর্যন্ত এই ১৭টি কেন্দ্রে ভোট পড়েছে ৪১.২৬ শতাংশ৷ ভোট শান্তিপূর্ণ করে তুলতে সকাল থেকে এই কেন্দ্রগুলিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ছিল অত্যন্ত তত্পর৷ যদিও কয়েকটি এলাকা থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর এসেছে৷

সংঘর্ষে বিভিন্ন্ দলের কুড়িজনেরও উপর আহত হয়েছেন৷ গোলমালের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ গরম উপেক্ষা করেও প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রে লাইন দিয়েছেন ভোটাররা৷ বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যেও ভোট দেওয়ার উত্সাহ ছিল দেখার মতো৷

লোকসভা নির্বাচনের নবম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গের ১৭টি, বিহারের ছটি ও উত্তরপ্রদেশের ১৮টি কেন্দ্রে নির্বাচন হয়৷ বিহারের ৯০ জন প্রার্থীর মধ্যে দুই হেভিওয়েট প্রার্থী হলেন পরিচালক প্রকাশ ঝা৷ পশ্চিম চম্পারণ কেন্দ্র থেকে জেডি(ইউ)-এর হয়ে লড়ছেন তিনি৷

অন্যদিকে আরজেডির টিকিটে বৈশালী আসনে ভাগ্য নির্ধারণ হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং-এর৷

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।