ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১০ ভোটকেন্দ্রে পুন:ভোটগ্রহণ

সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ১৩, ২০১৪
১০ ভোটকেন্দ্রে পুন:ভোটগ্রহণ ছবি: সংগৃহীত

কলকাতা থেকে: লোকসভা নির্বাচনের ১০টি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশন মঙ্গলবার ফের ভোটগ্রহণ করেছে।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীরা সোমবারের ভোট চলাকালে হুগলির বেশ কিছু ভোটকেন্দ্রে ‘সন্ত্রাস’-এর অভিযোগ তুলেছিল।

তারা পুন:ভোটগ্রহণ চেয়েছিল। নির্বাচন কমিশন দেরি না করে জেলার দু’টি ভোটকেন্দ্রে পুন:ভোটগ্রহণের নির্দেশ দেয়। মঙ্গলবার ওই দুই কেন্দ্র আরামবাগের মইগ্রাম ও ধনেখালির সিমলা ভোটকেন্দ্রে ফের ভোট নেওয়া হয়।

এছাড়াও গত ৩০ এপ্রিল ভোটে রিগিং হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন মঙ্গলবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের চারটি, বর্ধমান পূর্ব কেন্দ্রের একটি ও জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের তিনটি ভোটকেন্দ্রে পুন:ভোটগ্রহণ করেছে৷

গত ৩০ এপ্রিলের ভোটে বর্ধমান (পূর্ব) ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়নি বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা৷ বেশ কয়েকটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনেরও দাবি জানিয়েছিল তারা৷ সেই দাবিই কার্যত মেনে নিয়ে মঙ্গলবার এ জেলার আটটি ভোটকেন্দ্রে পুননির্বাচন করে নির্বাচন কমিশন৷

কিন্তু তারপরেও খুশি নয় বিরোধীরা৷ একদিকে বিজেপি যখন এ ঘটনাকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছে, তখন অন্যদিকে সিপিএম কমিশনের সিদ্ধান্তের মধ্যে নিজেদের নৈতিক জয় দেখতে পাচেছ৷

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোমবারই জানানো হয়,  মঙ্গলবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের চারটি, বর্ধমান পূর্ব কেন্দ্রের একটি ও জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের তিনটি ভোটকেন্দ্রে পুন:ভোটগ্রহণ করা হবে৷

বর্ধমানের জেলা প্রশাসক তথা জেলা নির্বাচনী কর্মকর্তা সৌমিত্র মোহন জানান, ভোটের দিন যতো সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পর্যবেক্ষক ছিলেন সেই সংখ্যক বাহিনী ও পর্যবেক্ষকই পুন:ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন৷

ভোটে কোনো অনিয়মের অভিযোগ ওঠেনি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।