ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বারানসিতে কংগ্রেসের এক মাসের ভুল

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ১০, ২০১৪
বারানসিতে কংগ্রেসের এক মাসের ভুল ছবি: সংগৃহীত

 

দিল্লি থেকে:  মাত্র এক মাস। বারানসিতে এই ‘একমাসের ভ‍ুলে’ ভুগছে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস।

সে ভুল ভাঙাতে অবশ্য শেষ দফা নির্বাচনী প্রচারের শেষ দিনে বারানসিতে গেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। চালাচ্ছেন জোরদার রোডসভা। তবে কংগ্রেস প্রার্থী অজয় রাই এ প্রচারে কতটা সফল হবেন সেটাই দেখার বিষয়।

মোদী বা কেজরিওয়াল যখন এ আসন থেকে লোকসভায় লড়ার ঘোষণা দিয়ে জনসংযোগ শুরু করেন, তার প্রায় এক মাস পরই অজয় রাইকে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। ততদিনে অজয়রায়ের ভোটে ভাগ বসিয়েছেন কেজরিওয়াল ও মোদী। বারানসিতে আগন্তুক গঙ্গা মায়ের ডাকে সাড়া দিয়ে এ শহরে এসেছেন বলে জায়গা পোক্ত করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী। আর আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়াল তো গত এক মাস ধরে সপরিবারেই বাস করছেন সেখানে।

অথচ পাঁচ বারের বিধায়ক ও বারানসির সন্তান অজয় রাই এর জন্য লড়াইটা আরো সহজ ছিল। সে লড়াইকে কঠিন করেছে কংগ্রেসের এক মাসের ভুল।
এই ভুলে কংগ্রেসের হিন্দু ভোট ছাড়াও প্রায় সাড়ে তিন লাখ মুসলিম ভোট হাতছাড়া হতে চলেছে।

স্থানীয়রা বলছেন, এখানকার বেশির ভাগ মুসলিমই বরাবর চরম হিন্দুত্ববাদের বিরোধিতা করে আসছে। সে হিসেবে তারা কংগ্রেসকেই ভোট দিয়ে আসছে। তবে এবার কংগ্রেসের প্রার্থী বাছাই জটিলতায় মোদী বিরোধী শক্তি হিসেবে কেজরিওয়ালের দিকে ঝুঁকেছে তারা।
তবে এখানকার শিয়া মুসলমানরা আবার ঐতিহাসিকভাবেই বিজেপির সমর্থক।

ভোটের এমন বহুমখী বিশ্লেষণের মধ্যেই শেষ দিনে বেনারসে রাহুলের রোডশোতে ব্যাপক মানুষের উপস্থিতিতে আরো একবার নড়ে উঠেছে বানারস শহর। রোড শোতে মুসলমানের টুপিও পরেছেন রাহুল গান্ধী। শেষ বেলায় তার বেনারস প্রচারণাকে ‘ইটের বদলে পাটকেল হিসেবে প্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া। বলা হচ্ছে, রাহুলের আসন আমেথিতে গিয়ে তার প্রচার চালিয়েছিলেন মোদী। গান্ধী পরিবারের প্রয়াত সদস্য ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমানিতও করেন তিনি। সে প্রতিশোধ নিতেই বারানসিতে রোড শো করছেন রাহুল।

এদিকে বারানসিতে রাহুলকে রোড শোর অনুমতি দেওয়ায় পক্ষপাতিত্বের প্রশ্ন তুলেছে বিজেপি। কারণ, একই স্থানে মোদীকে সভার অনুমতি দেওয়া হয়নি। বিজেপির আন্দোলনের মুখে শেষ পর্যন্ত তাকে ১২ কি. মি. রোড শো করার অনুমতি দেওয়া হয়।

এদিকে লড়াইয়ে কম যাচ্ছে না মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি এবং মোলায়েম সিং যাদবের দল সমাজবাদী পার্টিও।

বারানসীবাসী বলছেন, কংগ্রেস দেরি না করে শুরু থেকেই এ আসনের জন্য প্রচারণা চালালে ভাল ফল আনতে পারত। কারণ, বিধায়ক হিসেবে এবারের লোকসভা প্রার্থী অজয় রাই ভাল দক্ষতা দেখিয়েছেন। এছাড়া বারানসির সন্তান হওয়াটাও তার জন্যে বড় সুবিধা।

শেষ দফা নির্বাচনের আগে বারানসিবাসী বেশ বড় কয়েকটি রোড শো দেখল। তবে এই রোড শো নির্বাচনের ফল আনবে না। আনবে এখানকার মানুষের ভোট।
তীব্রতাপের শহর বারানসিতে সর্বোচ্চ ৫১ থেকে ৫২ শতাংশ ভোট পড়ে। মন্দিরের শহর বারানসির মানুষ পূজায় সময় বেশি দেন বলেই ভোট দিতে যেতে এতো অনিহা বলে জানা গেলো খোঁজ নিয়ে।

তবে বারানসির প্রায় সাড়ে ১৫ লাখ ভোটারের কত শতাংশ এবার ভোট দেবেন তা জানা যাবে সর্ব শেষ দফা ভোটের পর।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা,, মে ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।