ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভা নির্বাচন

শেষ দফায় চলছে ভোট, নজরে ১৬ মে

সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ১২, ২০১৪
শেষ দফায় চলছে ভোট, নজরে ১৬ মে

বারাসাত কেন্দ্র থেকে: ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের শেষ অর্থাৎ নবম দফার ভোট শুরু হয়েছে সোমবার সকাল ৭টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।



গত আট দফায় গড়ে ভোট পড়েছে ৬৬ শতাংশ। সোমবার শেষ দফার ভোটে তা আরও বাড়ে কি না সেটাও দেখার বিষয়। লোকসভার ৫৪৩ আসনে ভোট গণনা ১৬ মে। ভোটের ফলাফলে ‘জাদু-সংখ্যা' ২৭২। যে দল বা জোট ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারবে তাদেরই সরকার গঠনের আহ্বান জানাবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে ১৭টি আসনে চলছে পঞ্চম দফার চূড়ান্ত ভোট। শেষ দফা ভোটে পশ্চিমবঙ্গে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন- সুব্রত মুখোপাধ্যায়, অধ্যাপক সৌগত রায়, অভিনেতা দেব, ইন্দ্রনীল সেন প্রমুখ।

এদিকে পশ্চিমবঙ্গে কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের বুথ পোড়ানোর ঘটনা অন্যতম। আর এতে অভিযোগের তীর কংগ্রেসের দিকে। অন্যদিকে দমদমের পাতিপুকুরে ইভিএম বিভ্রাটে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। আর বারাসাতে ২৪ সিপিএম সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশের ১৮টি ও বিহারের ৬টি আসনে ভোট চলছে।

সোমবার উত্তরপ্রদেশের বারানসিতে ভাগ্য পরীক্ষা হচ্ছে বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মোদি ও তার প্রতিদ্বন্দ্বি আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের।

এ দুই হেভিওয়েট প্রার্থীর কারণে সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলসহ দেশের সবার নজর থাকছে এই তারকা-কেন্দ্রের দিকে। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বারানসিসহ সব কেন্দ্রেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা৷

সোমবার ভাগ্য পরীক্ষায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির (সপা) প্রধান মুলায়ম সিং যাদব, চিত্র পরিচালক প্রকাশ ঝা, ভোজপুরি অভিনেতা রবি কিষাণ, কেন্দ্রীয় মন্ত্রী আর পি এন সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশপ্রসাদ সিং, বিধায়ক অজয় রাই, তৃণমূল কংগ্রেসের ইন্দিরা তিওয়ারি, বিজেপির জগদম্বিকা পাল ও কলরাজ মিশ্র।

গত দুই মাস ধরে বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থী মোদী, আপ প্রধান কেজরিওয়াল এবং কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুলের নির্বাচনী প্রচারণায় সরগরম ছিলো মন্দির শহর বারানসি। মোদী ও কেজরিওয়াল এই দুই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে পাল্লা দিতে বারানসিতে প্রধানমন্ত্রী পদপ্রার্থী  অজয় রাইয়ের সমর্থনে শনিবার রোড-শো করে শেষবেলায় বিপুল সাড়াও ফেলেছেন রাহুল। তবে কেজরির দাবি এখানে তিনি মোদীকে হারাবেন। এ অবস্থায় ভোটে গণদেবতার আর্শীবাদ কে পাবেন, সবার নজর সেদিকেই।

বারাননিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন ইন্দিরা তিওয়ারি। কংগ্রেসের আর পি এন সিং এবং রবি কিষান লড়ছেন যথাক্রমে  কুশিনগর ও জৌনপুরে। জগদম্বিকা পাল দেওরিয়ায় লড়ছেন বিজেপির টিকিটে।

উত্তরপ্রদেশে লোকসভার ৮০টি আসনের মধ্যে ৬২টি কেন্দ্রে ভোট হয়েছে আগে পাঁচ দফায়। সোমবার শেষ দফায় বারানসিসহ বাকি যে ১৮টি আসনে ভোট চলছে তার মধ্যে ২০০৮-এর ভোটে ৬টি ছিল সপা’র দখলে। বিএসপি’র দখলে ছিল পাঁচটি, বিজেপি’র চারটি এবং তিনটি কংগ্রেসের।

এবার কেন্দ্রে ক্ষমতা দখলে তত্পর বিজেপি চাইছে এইসব আসনের সিংহভাগই নিজেদের মুঠোয় আনতে। অন্যদিকে, মুলায়ম এবং মায়াবতীর দলের লক্ষ্য বেশি সংখ্যক আসনে থাবা বসানো, যাতে কেন্দ্রে সরকার গড়ায় নিয়ন্ত্রকের ভূমিকা নিতে সুবিধে হয়।

বিহারের ৪০টি আসনের মধ্যে আগের পাঁচ দফায় ভোট হয়েছে মোট ৩৪টিতে। বাকি যে ছ'টিতে সোমবার ভোট চলছে তার মধ্যে গত লোকসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউর দখলে ছিল দু'টি করে আসন। আরজেডির ও নির্দলের ছিল একটি করে।

এবার বিজেপির উদ্দেশ্য, জেডিইউ ও আরজেডির কাছ থেকে এই রাজ্যের বেশি সংখ্যক আসন ছিনিয়ে নিয়ে কেন্দ্রে ক্ষমতা দখলের পথ প্রশস্ত করা।

বিহারের শেষ দফায় ছয় আসনে মোট প্রার্থী ৯০ জন। উল্লেখযোগ্যদের মধ্যে পশ্চিম চম্পারণে জেডিইউর হেভিওয়েট প্রার্থী চিত্রনির্মাতা প্রকাশ ঝা, বৈশালীতে আরজেডির রঘুবংশপ্রতাপ সিং, ও সিওয়ানে আরজেডির জেলবন্দি প্রাক্তন বাহুবলী সংসদ সদস্য সাহাবুদ্দিনের স্ত্রী হিনা সাহাব লড়াইয়ে রয়েছেন নির্দল হিসেবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।