ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেসের ভরাডুবি, নিরঙ্কুশ জয় বিজেপির

এনডিএ ৩৩৬, ইউপিএ ৫৯, অন্যান্য ১৪৮

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, মে ১৬, ২০১৪
এনডিএ ৩৩৬, ইউপিএ ৫৯, অন্যান্য ১৪৮ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াদিল্লি থেকে: ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ৫৪৩টি আসনের মধ্যে বেলা সোয়া ১২টা নাগাদ ৫৪৩টি আসনেরই খসড়া ফলাফল ঘোষণা করা হয়।



এতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৩৬ আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিপরীতে মাত্র ৫৯ আসন পেয়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ’র। অবশিষ্ট সব দলের প্রার্থীরা মিলে পেয়েছে ১৪৮টি আসন।   বিজেপি একাই জিতেছে ২৮৪ আসনে।

তৃতীয় স্থানে রয়েছে এডিএমকে। তারা জিতেছে ৩৭টি আসনে। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা পেয়েছে ৩৪টি আসন।

তবে ভারতীয় নির্বাচন কমিশন এ সময় পর্যন্ত খসড়া ফলাফলে বলছে, ঘোষিত ৫২৬টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৬৮ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৪৯টি আসনে এগিয়ে রয়েছে।

স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। সকাল নয়টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন।

সারা দেশে একযোগে মোট ৯৮৯টি সেন্টারে এ ভোট গণনা হয়।

প্রতিটি রাজ্যের রাজধানীতে অবস্থিত ফলাফল কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়। বিভিন্ন রাজ্য থেকে ফলাফল সমন্বয় করে রাজধানীতে আসে।

সুবিশাল ভারতের ৫৪৩টি আসনের ভোট গণনা শেষে দুপুর ২টার মধ্যে বেসরকারিভাবে একটি ফলাফল পাওয়া যাবে। আর নির্বাচন কমিশন সন্ধ্যা সাড়ে ছয়টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।

গত ৭ এপ্রিল থেকে শুরু করে ১২ মে পর্যন্ত দেশের ৫৪৩টি আসনের ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়েছেন। এ নির্বাচনে অংশ নেন ৮ হাজার ২৫১ জন প্রার্থী।

প্রায় ১২৭ কোটি জনসংখ্যার দেশে ৮১ কোটি ৪৫ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৫৫ কোটি।

ভোট গণনার জন্য গণনা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। কেন্দ্র ও রাজ্য পুলিশের পাশাপাশি প্যারা মিলিটারির নিরাপত্তা বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়। বাংলাদেশ

সময়: ০৮৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৪/আপডেটেড: ১৫৪৩ ঘণ্টা

** শনিবার পদত্যাগ করছে কংগ্রেস মন্ত্রিসভা
** অপপ্রচার-কুৎসার বিরুদ্ধে মানুষের জবাব এই রায়
** জয়-পরাজয় নির্বাচনের অংশ
** সুশাসন প্রতিষ্ঠাই বিজেপির লক্ষ্য
** জিতলেন সোনিয়া গান্ধী
** মোদীকে অভিনন্দন মনমোহনের
** ২১ মে প্রধানমন্ত্রীর পদে শপথ মোদীর
** মোদীকে অভিনন্দন আম আদমির
** ভারত জিতেছে, বললেন মোদী
** শনিবার পদত্যাগ মনমোহনের, জাতির উদ্দেশে ভাষণ
** ভারত জিতেছে, বললেন মোদী
** বিজেপিকে বিএনপির অভিনন্দন
** মোদির মা ও সাবেক স্ত্রীর নিরাপত্তায় এসপিজি
** দিল্লির সড়ক যেন বিজেপির উৎসব ময়দান

** ‘আমার ছেলেই ভারতের উন্নয়নে নেতৃত্ব দিবে’
** দুই আসনেই জয়ী মোদী
** গুগল ডুডলে ভারতের লোকসভা নির্বাচন
** কেউ এগিয়ে কেউ পিছিয়ে পশ্চিমবঙ্গের তারকা প্রার্থীরা

** মোদী হাওয়ায় শেয়ারবাজারে রেকর্ড
** ভারতের ভোট: তথ্য কনিকা
** পিছিয়ে রাষ্ট্রপতির ছেলে, এগিয়ে মুখ্যমন্ত্রীর ভাইপো
** দুপুরে কথা বলবেন সোনিয়া
** দুপুরে কথা বলবেন সোনিয়া
** পিছিয়ে পড়ছেন রাহুল
** মোদীর ঢেউ পশ্চিমবঙ্গেও
** বাড়িতে বসে টিভি দেখছেন মোদী
** কলকাতা-হাওড়ার আসনগুলিতে এগিয়ে তৃণমূল
** পশ্চিমবঙ্গে তৃণমূল ১০, বামফ্রন্ট ৭ , কংগ্রেস ৩
** গণনা শুরুর ১ ঘণ্টা পর এলেন প্রধান নির্বাচন কমিশনার

** বাড়িতে বসে টিভি দেখছেন মোদি
** নিষেধাজ্ঞা ভেঙ্গে মিছিলের প্রস্তুতি বারাণসিতে
** স্পিকার হচ্ছেন আদভানি!
** ফলাফলের আগেই পরাজয় স্বীকার কংগ্রেসের!
** লোকসভার ভোট গণনা চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।