ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুপুরে কথা বলবেন সোনিয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মে ১৬, ২০১৪
দুপুরে কথা বলবেন সোনিয়া কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী

ঢাকা: শুক্রবার দুপুর ১২টা থেকে ‍১টার মধ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

শুক্রবার সকালে ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরুর পর এক টুইটার বার্তায় তিনি এ কথা জানান।



ধারণা করা হচ্ছে, এ সময় কংগ্রেস প্রধান নির্বাচনের ফলাফল ও কংগ্রেসের অবস্থায় বিষয়ে দলীয় মতামত জানাবেন।

এর আগে সকাল নির্বাচনের ফলাফল ঘোষণার শুরুতেই বিজেপির কাছে পরাজয় স্বীকার করে নেয় কংগ্রেস। এরই অংশ হিসেবে দলটির প্রধান রাজনৈতিক কার্যালয় থেকে অনেকটা আকস্মিকভাবে দলের সহ-সভাপতি রাহুল গান্ধীর ছবি সরিয়ে ফেলা হয়।

এদিকে, নির্বাচনে ভরাডুবি ঘটতে যাচ্ছে কংগ্রেসের। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪৩টি আসনের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫২৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩০২, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৭৬ ও অন্যান্য প্রার্থীরা ১৫০টি আসনে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।