ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পিছিয়ে রাষ্ট্রপতির ছেলে, এগিয়ে মুখ্যমন্ত্রীর ভাইপো

ভাস্কর সরদার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৪
পিছিয়ে রাষ্ট্রপতির ছেলে, এগিয়ে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দোপাধ্যায় ও অভিজিত মুখার্জি

কলকাতা: পশ্চিমবঙ্গের তিন হেভিওয়েট প্রার্থীর পূর্ণ ফলাফল এখনো আসেনি। তবে সবশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী,  রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিত মুখার্জি পিছিয়ে রয়েছেন।

তবে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়।

বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি সাবেক রেল প্রতিমন্ত্রী শ্রী অধীর চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী ইন্দ্রনীল সেন থেকে এগিয়ে রয়েছেন।

জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিত মুখার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ নুরুল ইসলাম-এর  থেকে  পিছিয়ে।

অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থী চিকিৎসক আবুল হাসনাত থেকে এগিয়ে আছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ৫টি আসনে বামফ্রন্ট, ৩টি আসনে কংগ্রেস এবং ৩টি আসনে বিজেপি।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ১৬ মে , ২০১৪/আপডেট: ১১১৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।