ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘আমার ছেলেই ভারতের উন্নয়নে নেতৃত্ব দেবে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৪
‘আমার ছেলেই ভারতের উন্নয়নে নেতৃত্ব দেবে’ সংগৃহীত

ঢাকা : ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনে একক সখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদীর মা হিরাবেন বলেছেন, আমার ছেলেই আমার আর্শীবাদ, সেই ভারতের উন্নয়নে আগমী দিনে নেতৃত্ব দেবে।

শুক্রবার সকালে হিরাবেন নিজ বাসায় ছেলের জন্য প্রার্থনা শেষে ‌ এ আর্শীবাদ করেন।



সকালে গান্ধী নগরে একটি অটোরিকশায় করে  হিরাবেন ছেলে মোদীকে ভোট দিতে কেন্দ্রে গিয়েছেন। ‍অবশ্য এ সময় স্থানীয় কংগ্রেস নেতারা মোদীর মায়ের প্রতি সম্মান দেখিয়েছেন।

মোদী বর্তমানে তার গান্ধীনগর বাসায় টেলিভিশন দেখছেন বলে জানা গেছে। একটি সূত্র জানায়, খুব তাড়াতাড়ি মোদী তার মাকে দেখতে যাবেন।

ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়া মোদী একটি চা দোকানে কাজ করেছেন । আর তার মা পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য মানুষের বাসায় ঝিয়ের কাজ করতেন।

বাংলাদেশ সময় : ১২৪৩ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।