ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর পক্ষে নয়, কংগ্রেসের বিরুদ্ধে

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৪
মোদীর পক্ষে নয়, কংগ্রেসের বিরুদ্ধে

ঢাকা : ভারতের নির্বাচন নিয়ে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেছেন, মোদী সাহেব নির্বাচনে জিতেই গেছেন। তিনি সরকার গঠন করবেন।



নির্বাচনে বিজেপির সংখ্য্গরিষ্ঠতা বিষয়ে তিনি বলেন, নির্বাচনে যত না বেশি মোদীর কারণে ভোট পড়েছে তার চেয়ে বড় কারণ কংগ্রেসের বিরুদ্ধেই  মানুষ ভোট দিয়েছে।

ওয়ালিউর রহমান বলেন, কংগ্রেস একটানা দুইবার দশ বছর ক্ষমতায় ছিল। প্রথম ক্ষমতায় থাকাকালীন নয় থেকে দশ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিলো।

দ্বিতীয় বার প্রবৃদ্ধি চার থেকে পাঁচ শতাংশে নেমে এসেছে। কংগ্রেস হারার পেছনে এটি একটি কারণ।

আরেকটি কারণ হলো বিজেপি ৮/১০ মাস পূর্বে নির্বাচনী প্রচার চালিয়ে আসছে। সেই কৌশল কংগ্রেস ধরতে পারেনি।

তিনি বলেন, যেখানে যুক্তরাষ্ট্র গত নির্বাচনে ৬ বিলিয়ন ডলার ব্যয় করেছে।   সেখানে ভারত ৫ বিলিয়ন ডলার  ব্যয় করেছে। এ টাকার বেশির ভাগই বিজেপি তার নির্বাচনী ব্যয়ে খরচ করেছে । এটিও একটি কারণ।

কংগ্রেসের হারার আরেকটি কারণ হলো রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নির্বাচনের কাজে লাগাতে পারেনি তারা।

এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সচিব ইনাম আহমেদ বলেন, বিজেপি মোদীর নেতৃত্বে তাৎপর্যপূর্ণ জয় পেয়েছে।

তিনি বলেন, মোদী উপমহাদেশের সাম্প্রদায়িক হিন্দুত্ববাদকে ব্যবহার করেছে। মোদী এই নির্বাচনে হিন্দুত্ববাদী প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন।

ইনাম আহমেদ বলেন, এব্যাপারে বাংলাদেশের উদ্বেগের কারণ হলো নির্বাচনের পূর্বে করা  মোদীর মন্তব্য।  

উল্লেখ্য, মোদী নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, বাংলাদেশের এক তৃত্বীয়াংশ  দখল করবে এবং দেড় থেকে দুই কোটি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠাবে।

** বিজেপি জোয়ারে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্রমোদী

বাংলাদেশ সময় : ১৪২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।