ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর শপথে যাচ্ছেন নওয়াজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ২৪, ২০১৪
মোদীর শপথে যাচ্ছেন নওয়াজ

ঢাকা: ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দমোদরদাস মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ‘চির বৈরি’ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আগামী ২৬ মে রাজধানী দিল্লির রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনে এই শপথ অনুষ্ঠান হবে।



শনিবার পাকিস্তান সরকার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এবারই প্রথম প্রথা ভেঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সার্কভূক্ত অন্যান্য দেশের সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্য দিয়ে মোদী আগামী দিনে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সু-সম্পর্কের বার্তা দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।   

২৬ মে সন্ধ্যায় শপথে ইতোমধ্যে আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও ‘তামিল ইস্যুতে’ বিতর্ক থাকলেও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহেন্দ্র রাজাপাক্ষেও শপথে আসছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও তার পক্ষে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। পূর্ব নির্ধারিত চার দিনের সফরে আগামী ২৫ মে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। তবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করবেন।

এদিকে এ অনুষ্ঠানে দুই হাজার পাঁচশ’ জনকে দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। লোকসভা ও রাজ্যসভার সব সদস্যদের দাওয়াত করা হলেও বাদ পড়েছেন তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত থাকতে পারেন বলে আশা করা হচ্ছে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ এবং প্রতিভা পাতিলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রী পদধারী একজন সদস্য সর্বোচ্চ চারজনকে সঙ্গে আনতে পারবেন। এছাড়া জোটের সব নেতাদেরও দাওয়াত দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মোদীর মা হিরাবা (৯৫) ও ভাইয়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
একঘণ্টা ১০ মিনিটব্যাপী অনুষ্ঠানটি শুরু হবে ওইদিন সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।