ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পূর্বের সরকারের প্রশংসায় মোদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, মে ২১, ২০১৪
পূর্বের সরকারের প্রশংসায় মোদী নরেন্দ্র মোদী

কলকাতাঃ ইতোমধ্যেই লোকসভা নির্বাচনে জিতে ভারতের ইতিহাসে নজির সৃষ্টি করেছে বিজেপি। দলের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ২৬ মে শপথ নেবেন নরেন্দ্র মোদী।



নজির সৃষ্টি হয়েছে এক চা বিক্রেতার পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের প্রধানমন্ত্রী পদে বসার। তবে এখানেই শেষ নয়, আবারও নজির সৃষ্টি করলেন মোদী। যে নজির ভারতের রাজনীতির ক্ষেত্রে খুবই কম দেখা যায়। বহুদলীয় রাজনীতি উঠোনে যা এক কথায় বিরল।

রাষ্ট্রপতি ভবনে যাবার আগে নির্বাচন পরবর্তী তার প্রথম বক্তব্যে লোকসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী জানালেন তার আগের প্রজন্মের যেসব রাজনৈতিক নেতা এই লোকসভাকে অলংকৃত করেছেন তাদের তিনি প্রণাম জানিয়েছেন। পূর্বের সমস্ত রাজনৈতিক নেতার “তপস্যা”র ফল ভারতের গণতন্ত্র। এই বক্তব্যের সময় নিজের আবেগকে চেপে রাখতে পারেননি মোদী।

তিনি আরও বলেন, প্রতিটি লোকসভার সদস্য ৬৬ বছরের ভারতকে তার নীতি-আদর্শের মধ্যে দিয়ে সেবা করে গেছেন। তাদের প্রতি নতমস্তকে তিনি শ্রদ্ধা প্রকাশ করেন।

এখানেই শেষ করেননি মোদী। ভারতের বহুদলীয় রাজনীতির আবহে যখন একটি দল অপর আরেকটি দলের বিরুদ্ধে তীর্যক মন্তব্য থেকে শুরু করে রক্তক্ষয়ী সন্ত্রাসের মধ্যে জড়িয়ে পরে, সেই রাজনৈতিক আবহে দাঁড়িয়ে মোদী বলেন, আগের শাসনকালে প্রতিটি দল ভালো কাজ করেছে।

মোদীর এই বক্তব্য ভারতের মেরুকরণ হয়ে যাওয়া দলীয় রাজনীতির মঞ্চে এক সৌজন্যের বার্তা এনে দিয়েছে। যে সৌজন্যের রাজনীতি গণতন্ত্রকে বিকশিত করতে প্রবলভাবে সাহায্য করে।

মোদীর এই দৃষ্টি ভঙ্গীকে সাধুবাদ জানিয়েছে ভারতের রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিরোধী দলের রাজনীতি থেকে শাসক দলের রাজনীতির যে পার্থক্য থাকে সেটা খুব ভালো ভাবে অনুভব করেছেন নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, ২১ মে , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।