ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আজ পদত্যাগ করবেন গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ২১, ২০১৪
আজ পদত্যাগ করবেন গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী ছবি: নরেন্দ্র মোদী

ঢাকা: বুধবার গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন ভারতের ভাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দেয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে জানা গেছে।



গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তার জায়গায় আসার জোর সম্ভাবনা আছে রাজ্যের রাজস্ব মন্ত্রী আনন্দিবেন প্যাটেলের। যদি হন, তবে আনন্দিবেন প্যাটেল (৭২) হবেন গুজরাটের প্রথম নারী মুখ্যমন্ত্রী।

গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে পুরো ভারত শাসনের দায়িত্ব নিতে বুধবারই দিল্লির দিকে উড়াল দেবেন মোদী। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন ২৬ মে।

আনন্দিবেন প্যাটেলকে মোদীর খুবই ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। আর এই ঘনিষ্ঠতা মোদীর মুখ্যমন্ত্রী হওয়ার আগ থেকেই।

সেই গত শতাব্দীর ৯০ এর দশকে যখন রাজ্য নেতাদের সঙ্গে বিবাদের জেরে মোদী রাজনীতিতে কোণঠাসা প্রায় সে সময় থেকেই তাকে সহযোগিতা করে গেছেন আনন্দিবেন।

তবে আনন্দিবেন প্যাটেল ছাড়াও গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন বিজেপির গুজরাট রাজ্য সম্পাদক ভিখু দালসানিয়া। এছাড়া রাজ্যের অর্থমন্ত্রী নিতিন প্যাটেল এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রী সৌরভ প্যাটেলও আছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। তবে আনন্দিবেন প্যাটেলই যে মোদীর প্রধান পছন্দ, তা গোপন নেই কারও কাছেই।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।