ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অবশেষে মোদীর শপথ অনুষ্ঠানে যাচ্ছে তৃণমূল কংগ্রেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ২৩, ২০১৪
অবশেষে মোদীর শপথ অনুষ্ঠানে যাচ্ছে তৃণমূল কংগ্রেস

কলকাতা: সকাল থেকে বিস্তর টালবাহানার পর জানা গেল শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে হাজির থাকছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং রাজ্যসভার সাংসদ মুকুল রায়।

অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং না থাকা নিয়ে গত চার দিন ধরে বিভিন্ন সময় নানা খবর চাউর হতে থাকে।



গত ২০ মে নবান্ন সূত্র জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকার বা রাজ্যের শাসক দলের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না। তবে এই খবরে কোনো সরকারি নির্ভরযোগ্য সূত্রের ছিল না।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঁথি-এর সংসদ সদস্য তৃণমূল নেতা শিশির অধিকারী জানান, তৃণমূলের কোনো প্রতিনিধি মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবার সম্ভাবনা নেই।

তিনি  জানান, দুই এক দিনের মধ্যে পরে দলের তরফে সরকারি ভাবে এ ঘোষণা দেওয়া হবে।

এই বক্তব্যের কয়েক ঘণ্টা যেতে না যেতেই আবার নবান্নে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতা ফিরাদ হাকিম।

তিনি জানান, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে অমিত মিত্র এবং মুকুল রায় যোগ দিচ্ছেন। তবে এই যোগদান রাজ্য  সরকারের পক্ষ থেকে দলের তরফ থেকে নয়।

তিনি বলেন, রাজ্যের উন্নতির কথা ভেবেই এই পদক্ষেপ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।