ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের রিহার্সাল

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ২৪, ২০১৪
চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের রিহার্সাল ছবি: সংগৃহীত

ঢাকা: নিখুতভাবে ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান সারতে রাজধানী নয়াদিল্লিতে শুরু হল রিহার্সাল। সেজন্য শনিবার সকাল থেকেই নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়।



দিল্লির জনতাকে পায়ে হেঁটে বা বাইকে চেপে রাষ্ট্রপতি ভবনের সামনে দিয়ে যাতায়াত না করতে অনুরোধ করেছে পুলিশ।   শনি ও রোববার দুদিন ধরে চলবে অনুশীলন পর্ব।

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ শুরু হবে । তার আগে বিকেল ৪টে থেকেই বন্ধ করে দেওয়া হবে রাজপথ(বিজয় চক থেকে রাষ্ট্রপতি ভবন), বিজয় চক ও তার উত্তর-দক্ষিণের ঝরনা এলাকা, সাউথ অ্যাভেনিউ মার্গ, নর্থ অ্যাভেনিউ মার্গ, ডালহৌসি রোড, চার্চ রোড।

মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও রাজনীতিকরা উপস্থিত থাকবেন । সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার সিদ্ধান্ত নেয় দিল্লি পুলিশ।

এই সমস্ত রাস্তা বন্ধ করা ছাড়াও রাইসিনা রোড(রেল ভবন থেকে সংসদ ভবনের দিকের আশপাশের রাস্তা), পণ্ডিত পন্থ মার্গ(তালকাটারা থেকে সংসদ ভবনের আশপাশের রাস্তা) ও কে কামরাজ মার্গ(কামরাজ মার্গ থেকে রাষ্ট্রপতি ভবনের আশপাশের রাস্তা) ঘুরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ।

আরও ঘুরিয়ে দেওয়‍া হবে মতিলাল নেহরু মার্গ(উদ্যোগ ভবন থেকে আর পি ভবনের রাস্তা), ই-ব্লক, সিকিউরিটি লাইনস রোড, মাদার তেরেসা ক্রিসেন্ট, সরদার পটেল মার্গ, বিনয় মার্গ, শঙ্কর রোড ও আরএমএ হাসপাতালের আশপাশের রাস্তাও ঘুরিয়ে দেওয়া হবে।

যানবাহন চলাচল করতে বিভিন্ন রাস্তায় লাগানো হয়েছে পথনির্দেশকারী বোর্ড।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ২৪, ২০১৪   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।