ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৪
রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক শিক্ষা মেলা

কলকাতা: বিগত সরকারের সময় পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ শিক্ষার্থী দক্ষিণ ভারতে পাড়ি জমাতেন। কিন্তু বর্তমানে সেই সংখ্যা বেশ কমেছে।

এ সরকারের আমলে র‍াজ্যে উচ্চ শিক্ষার সুযোগ বেড়েছে।

শনিবার কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক শিক্ষা মেলায় রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এ কথা জানান।

তিনি জানান, রাজ্যে নানা সুযোগ-সুবিধা থাকলেও এখনও বেশ কিছু শিক্ষার্থী দক্ষিণ ভারতমুখী হয়ে পড়েন। ছাত্র-ছাত্রীদের রাজ্যে থেকেই পড়ার সুযোগ করে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর।

ফিরাদ হাকিম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে দক্ষিণ ভারতের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পশ্চিমবঙ্গে শাখা তৈরি খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে আগামী দিনে আর রাজ্যের বাইরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে না।

নতুন সরকার শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট জোর দিচ্ছে জানিয়ে তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

শিক্ষা মেলায় ভারতের বেশ কয়েকটি রাজ্যে থেকে বিভিন্ন বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।