ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার নির্দেশেই পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় বড় রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ২৮, ২০১৪
মমতার নির্দেশেই পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় বড় রদবদল মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বড় ধরনের রদবদল করা হলো পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায়। বেশ কয়েকজন মন্ত্রীকে তাদের দপ্তর থেকে সরিয়ে অন্য সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।



মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মন্ত্রিসভায় এই রদবদল করা হলো।

যেসব দপ্তরে রদবদলের করা হয়েছে এর মধ্যে- শিক্ষা দপ্তর নাট্যকার ব্রাত্য বসুর কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে।

ইতোমধ্যে অমিত মিত্রের হাতে রয়েছে অর্থ, বাণিজ্যসহ আরও বেশ কয়েকটি দপ্তর। এবার নতুন করে তথ্য প্রযুক্তির দায়িত্ব দেওয়া হলো তাকে।

নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে সরিয়ে দপ্তরহীন মন্ত্রী করা হয়েছে শ্রীমতী সাবিত্রী মিত্রকে।

আর নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীমতী শশী পাঁজাকে। এছাড়া দপ্তরহীন মন্ত্রী হিসেবে রাখা হয়েছ সুব্রত সাহাকেও।

মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছ থেকে পর্যটন দপ্তর সরিয়ে এর দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাত্য বসুকে। আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পেয়েছেন খাদ্য পক্রিয়াকরণ দপ্তরের দায়িত্ব।
 
ব্রাত্য বসুর কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, এটি রুটিন মাফিক পরিবর্তন।

কিন্তু তৃণমূল সূত্রে জানা গেছে, রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা 'টেস্ট' নিয়ে দুর্নীতির অভিযোগে যথেষ্ট চাপের মধ্যে পড়তে হয় সবকারকে। সম্ভবত এই কারণেই দপ্তর হারালেন ব্রাত্য বসু।

অপর দিকে লোকসভা নির্বাচনের সময় মালদা জেলায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং সাবিত্রী মিত্রের মধ্যে দলীয় নেতাদের কোন্দল, দলের ক্ষতির কারণ হয়েছে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

এর ফলে সম্ভবত কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তর এবং সাবিত্রী মিত্রকে দপ্তর হীন মন্ত্রী করে রাখা হলো বলে মনে করছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশেজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।