কলকাতা: সোভিয়েত নৈকট্য ছেড়ে তবে কি এবার চীনের দ্বারস্থ হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি? আভাস মিলছে তেমনই। ভারতের বামপন্থীদের ক্রমাগত পিছিয়ে পড়ার রাজনৈতিক কারণ খুঁজতে পশ্চিমবঙ্গে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিভাগের তিনজন গবেষক।
জানা যায়, ভারতে কমিউনিস্টদের পিছিয়ে পড়ায় চিন্তিত চীনের বামপন্থীরা।
দীর্ঘ চৌত্রিশ বছর বাম শাসনে থাকার পর পশ্চিমবঙ্গে বাম দলগুলির গুরুত্বহীন হয়ে যাওয়ার কারণ খুঁজতেই পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে কথা বলবেন চীনা গবেষকরা। বিগত সময়ে সোভিয়েতের বামপন্থীদের কাছাকাছি ছিলো ভারতের বাম দল সিপিআই। সোভিয়েত ও চীনের বিরোধকে ভারতের বামদলগুলি দুটি রাষ্ট্রের মতবিরোধ না ভেবে বামপন্থার তাত্ত্বিক বিরোধ বলে মনে করায় ভারতের কমিউনিস্ট পার্টিতে মতবিরোধ তুঙ্গে উঠেছিলো।
মনে করা হয় এই দুই দেশের বিরোধ ভারতের কমিউনিস্ট পার্টির ভাগ হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ।
চীনা গবেষকরা বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতের কেরালায় পৌঁছাবেন। সেখানে দু’দিন কেরালার বামপন্থীদের সঙ্গে আলোচনা শেষে পশ্চিমবঙ্গে আসবেন।
সিপিআই নেতা পল্লব সেনগুপ্তের নেতৃত্বে দলের দশ সদস্যের এক প্রতিনিধিদল চীন সফরে যান। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেই তারা যান সেখানে। আলোচনায় পশ্চিমবঙ্গে বাম দলগুলির ক্রমাগত পিছিয়ে থাকার কারণ জানতে চান চীনের বামপন্থীরা।
এবার এ তথ্যের খোঁজে চীনের কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিভাগের তিনজন গবেষক কাজ করবেন কলকাতায়।
তারা বাংলাদেশ ও শ্রীলঙ্কায়ও গবেষণার কাজে যাবেন বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এএ