ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মশালডাঙ্গা বিলে উপ-হাইকমিশনার, নস্টালজিক আসগর

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
মশালডাঙ্গা বিলে উপ-হাইকমিশনার, নস্টালজিক আসগর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মশালডাঙ্গা (কোচবিহার) থেকে : বাংলানিউজে খবর প্রকাশের পর শনিবার (১ আগস্ট) কোচবিহারের মশালডাঙ্গায় উপস্থিত হন বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ। তিনি সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন।



মশালডাঙ্গার প্রবীণতম ব্যক্তি ১০৪ বছর বয়সী আসগর আলির সঙ্গে তার উঠোনে বসে দীর্ঘক্ষণ কথা বলেন উপ-হাইকমিশনার। জেনে নেন তার আন্দোলনের অভিজ্ঞতার কথা।

বিগত দিনে ফেলে আসা সুখ-দুঃখের কাহিনী খুলে বলেন আসগর আলি। দীর্ঘক্ষণ এই আলাপচারিতায় আসগর আলি ছিলেন নস্টালজিক। আসগর আলির উঠানে বসেই চা পান করেন উপ-হাই কমিশনার জকি আহাদ। তার সঙ্গে ছিলেন হেড অব চ্যান্সারি মইনুল কবির, ফার্স্ট সেক্রেটারি (এডুকেশন, স্পোর্টস) ওমর ফারুক, কনস্যুলার অফিসের মনসুর আহমেদ প্রমুখ।

এরপরই মশালডাঙ্গা বিল দেখতে যান বাংলাদেশ উপ-হাই কমিশনার জকি আহাদ।

শনিবারই বাংলানিউজে প্রথম প্রকাশিত হয়, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের হত্যা করে এই বিলে এনে ফেলেছিল খান সেনারা। একটি দুটি নয়, অনেক মৃতদেহ বিভিন্ন সময়ে এই বিলে তারা ফেলেছিল। যাদের পরিচয় কোনো দিনই জানা যায়নি।

এই বিলের সামনে বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন উপ-হাই কমিশনারসহ অন্যরা। তিনি বাংলানিউজের মাধ্যমে দুই দেশের সদ্য নাগরিকত্ব পাওয়া মানুষদের সুখ, শান্তি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনার বার্তা দেন।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের সঙ্গে যুক্ত হওয়া ভূখণ্ডের নতুন নাগরিকরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
ভিএস/জেডএম

** ‘জয়বাংলা’ স্লোগানে মুখর দাসিয়ার ছড়া
** বিনা রক্তপাতে যুদ্ধ জয়
** নিজেদের তোলা পতাকায় আবেগাপ্লুত দাসিয়ার ছড়া
** উড়লো প্রতীক্ষার পতাকা
** আনন্দাশ্রুতে সিক্ত ছিটমহলের মাটি
** গোতামারীতে লাল-সবুজের পতাকা
** বিজয় উৎসবে কম নন ভারতে যুক্ত হওয়া ছিটবাসীরাও
** বাংলাদেশে যুক্ত হওয়া ৩৬ ভূখণ্ডে একযোগে পতাকা উড়লো
** অবসান হলো বঞ্চনার
** অন্ধকার থেকে মঙ্গল আলোয়
** গোতামারীতে তাবুর নিচে সংবাদকর্মীদের রাত
** কালো অধ্যায় শেষ
** ঘুম নেই, পতাকা উঠিয়েই ঘরে ফিরবেন
** ছিটমহলবাসীদের অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
** জ্বলে উঠলো ৬৮ মোমবাতির বাংলাদেশ
** বঞ্চনার অবসান হলো ছিটবাসীর
** মানচিত্রের গর্ভ থেকে বাংলাদেশি জীবনে
** ছিটমহলবাসীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
** আনন্দধারায় বিদায় বিষাদ
** লাঠি খেলা বাঁশকাটায়
** টানা দু’দিন কাজের সঙ্গে আড়ি
** দেশ বদলের দিনে পাটগ্রামে বিয়ে
** অপেক্ষা…
** পরিচয় পাচ্ছে ১১৯ পরিবার
** ভারতের সাথে যুক্ত হতে চলা ৫১ টি ছিটমহলের তালিকা
** ছিটমহলবাসীর জন্য প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
** বিলুপ্ত হচ্ছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটি
** বেদি প্রস্তুত, পতাকা উঠবে সকালে
** এপারে দুই মেয়ে, ওপারপানে বাবা-মার দীর্ঘশ্বাস!
** ছিটের ভেতর ছিট, কোথায় যাবে চন্দ্রখানাবাসী!
** 'ছিট' খেলায় মেতেছে ছিটের শিশু-কিশোররা
** নিজেরাই আছি-যাচ্ছি, কেউ জোর করেনি
** বাংলাদেশ আমাদের আপন করে নিয়েছে
** ৩১ জুলাই দিনটি ঐতিহাসিক
** শেষ হচ্ছে ৬৮ বছরের বন্দিদশা
** বিলুপ্ত হচ্ছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটি
** ছিটমহলে ভারতীয় পতাকা নামছে ৩১ জুলাই মধ্যরাতে
** নীলফামারীর চার ছিটমহলে সদস্য সংখ্যা ৫৪৫ জন
** কুড়িগ্রামের ছিটমহলে জনগণনার উদ্বোধন
** ছিটমহলের সমাধান বর্তমান সরকারের চেষ্টায়
** জনগণনায় বাদ পড়া ছিটবাসীরা ১ আগস্ট থেকে বাংলাদেশি
** বিজিবি’তে নিয়োগে ছিটমহলবাসীকে প্রাধান্য

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।