ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আবার কলকাতার বাজারে বাংলাদেশি ইলিশ

রক্তিম দাস, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ২৭, ২০১১
আবার কলকাতার বাজারে বাংলাদেশি ইলিশ

কলকাতা: আবার কলকাতার বাজারে গেল বাংলাদেশি ইলিশ। প্রতিবছর ৬ জুন বাংলাদেশে থেকে সরকারিভাবে ইলিশ আসা শুরু হয়।

এবারও তার ব্যাতিক্রম হয়নি। এরপর আবার সোমবার গেল।

বিগত দুই বছর বাংলাদেশের ইলিশ কম পরিমাণ রপ্তানি হলেও এবার বিপুল পরিমাণে ইলিশ বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গেছে। প্রথম চালানে ১৫টি ট্রাকে ৬৭ হাজার ৫০০ কিলোগ্রাম এসেছিল। এরপর ইলিশ যাওয়া বন্ধ হয়ে যায়।

সোমবার আবার বেনাপোল সীমান্ত দিয়ে পেট্রোপোল স্থলবন্দরে প্রবেশ করে বাংলাদেশি ইলিশ। কলকাতায় ইলিশ আমদানিকারক মৎস্য ব্যবসায়ী বাপ্পা ঘোষ এদিন বাংলানিউজকে বলেন, ‘২টি ট্রাকে ১ হাজার ২০০ কিলোগ্রাম ইলিশ এসেছে। প্রতিটি ওজন ১ কিলোগ্রাম করে। ’

এদিন তিনি বলেন, ‘ইলিশ আমদানি কম হওয়ায় কলকাতার বাজারে দাম বাড়বে। ’

উল্লেখ্য, কলকাতার শিয়ালদহে কোলে মার্কেটের মাছের পাইকারি বাজারে বাংলাদেশের ইলিশ প্রতি কেজির দাম এখন পড়ছে ৩৫০ রুপি।

ভারতীয় সময়: ১৭৪২ ঘণ্টা, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।