ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
ত্রিপুরায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ কাঠ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বনদফতর সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার দুর্লভনারায়ণ এলাকা থেকে অবৈধভাবে কাঠ কাটার স’মিল (করাত কল) জব্দ করা হয়েছে। সেই সঙ্গে একটি জেনারেটরসহ প্রচুর পরিমাণ অবৈধ কাঠ ও গাছের লগ জব্দ করা হয়।

রোববার (২৭ মার্চ) সোনামুড়া মহকুমার বন দফতর, সোনামুড়া থানার পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৮৬ ব্যাটালিয়ানের সদস্যরা মিলে দুর্লভনারায়ণ এলাকার আমলকিমুড়ায় এ অভিযান চালায়।

সোনামুড়া মহকুমার বন কর্মকর্তা সুব্রত দাস বাংলানিউজকে জানান, জব্দ করা কাঠসহ সমগ্র গুঁড়ির মূল্য চার লাখ রুপি। তবে মিলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করলে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বাহিনীরা।

সুব্রত দাস আরও জানান, অভিযানের খবর পেয়ে এর সঙ্গে জড়িতরা পালিয়ে গেছেন। জব্দ হওয়া সামগ্রীগুলো সোনামুড়া মহকুমার বন দফতরের অফিসে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।