ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্ব চক্ষুরোগ চিকিৎসা দিবস উপলক্ষে আগরতলায় র‌্যালি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বিশ্ব চক্ষুরোগ চিকিৎসা দিবস উপলক্ষে আগরতলায় র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বিশ্ব চক্ষুরোগ চিকিৎসা দিবস উপলক্ষে আগরতলায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আই জি এম চৌমুহনী থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।

 

ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিকেল সায়েন্স (টিপস) এবং ত্রিপুরা অপ্টোমেট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এতে টিপস’র ছাত্রছাত্রী ও ত্রিপুরা অপ্টোমেট্রি অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন।

সাধারণ মানুষ নিজেদের চোখের কিভাবে যত্ন নেবেন এ বিষয়ে সচেতন করতে র‌্যালির আয়োজন করে। পাশাপাশি দিনভর নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়। যার মধ্যে রয়েছে চক্ষু পরীক্ষা, চক্ষু বিষয়ক আলোচনা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।