ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্ট্রেংথ লিফটিংয়ে স্বর্ণ পেলেন ত্রিপুরার ২ জন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
স্ট্রেংথ লিফটিংয়ে স্বর্ণ পেলেন ত্রিপুরার ২ জন

আগরতলা: আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতায় ত্রিপুরার দুই প্রতিযোগী স্বর্ণ জিতেছেন।

 

এ বছর চতুর্থ আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতার আসর বসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে।

এ প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে ত্রিপুরা রাজ্য থেকে দুইজন প্রতিযোগী অংশ নিয়ে ছিলেন।

এরা হলেন- বিজয় দে ও মনি বিশ্বাস। এরা দু’জনেই একটি করে স্বর্ণ পেয়েছেন।

প্রতিযোগিতা শেষে শুক্রবার (১ এপ্রিল) দুপুরে প্লেনে তারা আগরতলা এসে পৌঁছান। কোচ তপন কুমার আচার্যসহ স্বর্ণ বিজয়ীদের জিপে করে এয়ার পোর্ট থেকে ত্রিপুরা স্ট্রেংথ লিফটিং অ্যাসোসিয়েশনের অফিসে নিয়ে আসা হয়।

সেখানে উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। প্রতিযোগী ও তাদের কোচকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

এ সাফল্য সম্পর্কে মনি বিশ্বাস বলেন, ‘এই সাফল্যে আমি খুব খুশি, ভেবে ছিলাম ভালো রেজাল্ট করবো এবং করলাম। খুশিতে আমি আর কিছু বলতে পারছি না। ’

অপর প্রতিযোগী বিজয় দে বলেন, ‘আগামী দিনে রাজ্য ও দেশের জন্য আরও ভালো খেলার চেষ্টা করবো। ’

কোচ তপন কুমার আচার্য বলেন, ‘এবছর ভারত এই প্রতিযোগিতা মোট ২২টি স্বর্ণ পেয়ে আসরে প্রথম স্থান অর্জন করেছে। তাছাড়া ১৮টি রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জ পেয়েছে ভারত। এই প্রতিযোগিতায় মোট ১১টি দেশ অংশ নিয়ে ছিল। তাদের এই সাফল্যে ত্রিপুরাবাসী খুশি ও গর্বিত। ’

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।