ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
ত্রিপুরায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বন্য হাতির আক্রমণে ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর ব্লকের শান্তিনগর এলাকায় রবি তাঁতী (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

 

রোববার (০৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জঙ্গলে রবির একটি গরু নিখোঁজ হয়ে যায়। গরুর খোঁজে জঙ্গলে গিয়ে রাতে ফিরে আসেননি তিনি। পরে সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে রাস্তায় রবির
মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা।

খবর পেয়ে সেখানে গিয়ে তার পরিবারের লোকজন রবিকে শনাক্ত করেন। রবির মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে হাতির তাণ্ডব চলছে।

এ নিয়ে ওই এলাকায় বন দফতরের একটি ক্যাম্প বসানোর দাবি জানিয়ে আসছিলো স্থানীয়রা। কিন্তু সেবিষয়ে কোনো কর্ণপাত করেনি কর্তৃপক্ষ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও বন দফতরের পদস্থ কর্মকর্তারা। এসময় তারা স্থানীয়দের আশ্বাস দেন, সোমবারই শান্তিনগরে ক্যাম্প করা হবে।

একই সঙ্গে নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।