ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্ট্রিং অপারেশন নিয়ে সাংবাদিকদের দুষলেন ব্রাত্য বসু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
স্ট্রিং অপারেশন নিয়ে সাংবাদিকদের দুষলেন ব্রাত্য বসু

কলকাতা: স্ট্রিং অপারেশন সাংবাদিকতার মূল্যবোধের বিরোধী বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু।

বুধবার (০৬ এপ্রিল) সকালে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।

ব্রাত্য বসু বলেন, কোনো ব্যক্তির ছবি গোপনে তুলে তার অনুমতি না নিয়ে সম্প্রচার করা নীতিবিরুদ্ধ।

তার সঙ্গে প্রচারনায় এ সময় উপস্থিত ছিলেন নারদ স্ট্রিং অপারেশনে অভিযুক্ত সংসদ সদস্য সৌগত রায়। নারদ নিউজের স্ট্রিং অপারেশনে সরাসরি অর্থ নিতে দেখা গেছে শাসক দলের নেতাদের। তবে এ ভিডিও’র সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।

আরেক তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তের ওপর করা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্ট্রিং অপারেশনে তিনি নিজেই নির্মাণ সামগ্রী সরবরাহে ‘সিন্ডিকেটবাজি’র কথা স্বীকার করেছেন।

এদিকে, বিরোধীরা বলছেন, তাহেলকা.কম মিডিয়ার স্ট্রিং অপারেশনের ভিত্তিতেই দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি’র মন্ত্রীসভা ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্লেষকদের মতে, যখন একের পর এক স্ট্রিং অপারেশন পশ্চিমবঙ্গের শাসক দলের বিভিন্ন নেতাকে প্রশ্নবিদ্ধ করছে, ঠিক সেই সময় ব্রাত্য বসুর এ ধরনের মন্তব্য প্রমাণ করে, শাসক দল তৃণমূল কংগ্রেস এ ঘটনায় যথেষ্ট বিব্রত।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
ভিএস/ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।