ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বাম নারী সংগঠনের বিক্ষোভ মিছিল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
আগরতলায় বাম নারী সংগঠনের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার প্রকল্প (এমজিএনআরইজিএ) ত্রিপুরার জন্য বরাদ্দ অর্থ কমিয়ে দিয়েছে ভারত সরকার- এমন অভিযোগে সরব হয়ে উঠেছে বামফ্রন্ট সমর্থিত একাধিক সংগঠন।

স্থানীয় সময় সোমবার (১১ এপ্রিল) এমজিএনআরইজিএ প্রকল্পে ত্রিপুরার জন্য বরাদ্দের দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল ও গণচিঠি দিয়েছেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা।

রাজ্যের বিভিন্ন ডাকঘর থেকে ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে এ চিঠি পাঠানো হয়।

এদিন আগরতলায়ও সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা প্রথমে বিক্ষোভ মিছিল ও পরে আগরতলার প্রধান ডাকঘরসহ অন্যান্য ডাকঘরে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর উদ্দেশে চিঠি দেন।

ভারত সরকার ত্রিপুরায় শ্রমদিবস (ওয়ার্কিং ডে) কমিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে বামফ্রন্ট সমর্থিত সংগঠনগুলো। সিদ্ধান্তের প্রতিবাদেই এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
জিসিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।