ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় কংগ্রেসের ২৪ ঘণ্টার বনধ চলছে 

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
ত্রিপুরায় কংগ্রেসের ২৪ ঘণ্টার বনধ চলছে  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে সোমবার(১৮ এপ্রিল) ২৪ ঘণ্টার বনধ চলছে রাজ্য জুড়ে। বনধের ফলে গোটা রাজ্যের জনজীবন স্থবির হয়ে পড়েছে।

ত্রিপুরার সাবেক স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী বিমল সিনহা খুনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে(সিবিআই) দিয়ে তদন্ত করানোর দাবিতে এ বনধের ডাক দেয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন ভারতীয় সময় সকাল ৬টা থেকে বনধ শুরু হয়েছে।

বনধের কারণে রাজধানী আগরতলার কোনো দোকান পাট খোলেনি, রাস্তা-ঘাট ফাঁকা, মোটর স্ট্যান্ডগুলো থেকেও কোনো গাড়ি ছাড়ছে না।  

এদিকে, বনধের বিরোধীতা করে রাজ্য সরকারের পক্ষে কঠোরভাবে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে, এদিন সরকারি অফিসের কাজকর্ম স্বাভাবিক রাখতে হবে।  

যারা এই নির্দেশিকা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।  এসব কারণে বনধ সমর্থকদের পিকেটিংকে উপেক্ষা করে বিভিন্ন স্কুল, কলেজ সহ সরকারি অফিসে কর্মচারীরা হাজিরা দিয়েছেন।  

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী সহ রাজ্য জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬ 
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।