কলকাতা: রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষের ডাক পেয়ে শুক্রবার কলকাতা এলেন গোর্খা জনমুক্তি মোর্চার সচিব রোশন গিরি ও কেন্দ্রীয় কমিটির নেতা এল বি পারিয়ার।
মোর্চা সূত্রে জানা গেছে, শুক্রবার মহাকরণে প্রশাসনিক পর্যায়ে বৈঠক হবে।
এদিকে ডুয়ার্সে মোর্চার সভার পরিপ্রেক্ষিতে নতুন করে অশান্তি সৃষ্টির আশঙ্কা করছেন ডুয়ার্সের নাগরিকরা। তরাইতেও তার কিছুটা প্রভাব পড়েছে।
গত বুধবারই মোর্চার সভাপতি বিমল গুরং নাগরাকাটার কাছে দলীয় কর্মীদের নিয়ে একটি সভা করেছেন।
সেই সভায় তরাই ও ডুয়ার্সের সবকটি মৌজাকে অন্তর্বর্তী পর্ষদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে, সেই সবকটি মৌজায় প্রতিটি বাড়িতে মোর্চার পতাকা লাগানোর নির্দেশ দিয়েছেন মোর্চা সভাপতি।
উল্লেখ্য, তরাই ও ডুয়ার্সের মোট ১৯৬টি মৌজা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে মোর্চা।
অন্যদিকে বিমল গুরংয়ের দাবিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ আদিবাসী বিকাশ পরিষদ। পরিষদের নেতারা আগামী ১০ জুলাই দিল্লি যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে দেখা করতে, তাদের বক্তব্যকে জানাতে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১১