ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় মহাবীরের ২ হাজার ৬শ’ ১৫তম জন্ম তিথি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
আগরতলায় মহাবীরের ২ হাজার ৬শ’ ১৫তম জন্ম তিথি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: জৈন ধর্মের প্রবর্তক মহাবীর এর ২ হাজার ৬শ’ ১৫তম জন্ম তিথি মঙ্গলবার(১৯ এপ্রিল)। রাজধানী আগরতলাসহ ত্রিপুরা রাজ্য জুড়ে এ তিথি পালিত হচ্ছে।

এদিন সকাল থেকে আগরতলার প্যালেস কম্পাউন্ডের মহাবীর রিলিজিয়াস ট্রাস্টের জৈন মন্দিরে প্রার্থনা শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। তারপর অনুষ্ঠিত হয় ধর্ম আলোচনা। এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক জৈন ধর্মের লোক উপস্থিত হয়েছিলেন।

মহাবীর জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় রাজ্যবাসীকে বিশেষ করে জৈন সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, মহাবীর গুরুত্ব দিতেন সমস্ত প্রাণীই সমান। তাদেরকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে হবে।

এদিকে মহাবীর জয়ন্তী উপলক্ষে আগরতলা পুরনিগম মঙ্গলবার (১৯ এপ্রিল) পুরনিগম এলাকায় সব ধরনের পশুবলি নিষিদ্ধ করেছে। তাই এদিন পুর নিগম এলাকায় কোন ধরনের পশুবলি হয়নি ও সব ধরনের মাংস বিক্রি বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬

জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।