কলকাতা: কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা সুখেন্দুশেখর রায়। আসন্ন রাজ্যসভার নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হচ্ছেন।
শুক্রবার তৃণমূলের রাজ্যস্তরে এক বৈঠকে তার নাম ঠিক করা হয়।
শনিবার তৃণমূলে যোগ দেওয়ার কথা স্বীকার করেছেন সুখেন্দুশেখর রায় নিজেই।
কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের পক্ষে ছিলেন তিনি। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী পদ না পেয়ে দলের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন। সে সময় প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি তৃণমূলে যাচ্ছেন।
কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তাকে দলে নিলে জোট প্রক্রিয়া ধাক্কা খেত বলে তাকে দলে নেননি মমতা ব্যানার্জি।
তবে এখন আর সেই সমস্যা নেই। তাই তাকে দলে নিয়ে রাজ্যসভার প্রার্থী করে কংগ্রেসকে রাজ্য রাজনীতিতে অনেকটাই কোণঠাঁসা করল তৃণমূল। রাজনৈতিক মহল এমনটাই মনে করছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১১