কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজ্যের উচ্চশিক্ষা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
শুক্রবার সন্ধ্যায় রাজ্যের নবগঠিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরামর্শদাতা কমিটি (মেন্টর গ্রুপের) কলকাতা টাউন হলের সভায় তিনি এ পরামর্শ দেন।
সভায় তিনি বলেন,‘উচ্চশিক্ষার সাবেকি চিত্রটা ভালো হতে হবে। শুধু প্রেসিডেন্সি নয়, রাজ্যের উচ্চশিক্ষা নিয়েও ভাবতে হবে। ’
এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান তার প্রেসিডেন্সি নিয়ে কী ভাবনা রয়েছে।
তা শোনার পর তিনি বলেন, ‘প্রেসিডেন্সি যখন হিন্দু কলেজ থেকে পরিবর্তিত হয়, তখনও নাগরিকদের মতামত নেওয়া হতো। ডিরোজিও সকলের সঙ্গে কথা বলে মতামত নিতেন। পুরানো সেই ঐতিহ্য ফিরে আসছে। ’
অমর্ত্য সেন আরও বলেন, ‘কলেজ থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্তরে উন্নীত হচ্ছে। কাজেই গবেষণার দিক ভালো করে দেখতে হবে। প্রেসিডেন্সির কাউন্সিল ও উপাচার্যের সঙ্গে মেন্টর গ্রুপের যুগ্মভাবে চলতে হবে। ’
তিনি বলেন ‘মেন্টর গ্রুপের তিনি সদস্য নন, উপদেষ্টা। যখন উপদেশ চাইবেন তখন তা দেওয়ার জন্য তিনি প্রস্তুত। ’
তবে প্রেসিডেন্সি কলেজের মানের অবনতি নিয়ে জানতে চাইলে এদিন কোনও কথা বলেননি অমর্ত্য সেন।
এদিন তিনি শুধু রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়গপুরের প্রশংসা করেন।
উল্লেখ্য, নতুন উদ্যমে কলকাতার ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার কাজ শুরু হয়েছে। সাবেক বামফ্রন্ট সরকারের সময়ই কাজ শুরু হয়েছিল। কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকারও।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১১