ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগামী সপ্তাহে জঙ্গলমহলে যাচ্ছেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১১
আগামী সপ্তাহে জঙ্গলমহলে যাচ্ছেন মমতা

কলকাতা: আগামী সপ্তাহেই জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, মুখ্যমন্ত্রী নিজে জঙ্গলমহলে গিয়ে সেখানকার উন্নয়নের জন্য রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন প্যাকেজের কথা বলবেন।



সেই প্যাকেজ বাস্তবায়নের  পথে সরকার অনেকটাই এগিয়ে গেছে। জঙ্গলমহলের মানুষের কাছে সেকথা ঘোষণা দেবেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই সফরে জঙ্গলমহলের উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে আর কি কি প্যাকেজের কথা ঘোষণা করা হয় সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, জঙ্গলমহলের দারিদ্র দূরীকরণ ও উন্নয়নের জন্য ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। খাদ্য ও খাদ্য সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে গিয়ে রেশন ব্যবস্থার খতিয়ে দেখার পাশাপাশি গরিব লোকেদের ২ টাকা কিলো দরে চাল দেওয়া সুনিশ্চিত করেছেন।

অন্যদিকে, পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জঙ্গলমহলে পানীয় জলের সমস্যাসহ একগুচ্ছ প্রকল্প নিয়ে বিভিন্ন পৌরসভার কমিশনার ও প্রশাসনিক আধিকারীকদের সঙ্গে মেদিনীপুর সার্কিট হাউসে বৈঠকে বসছেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।