ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রবীন্দ্র ভারতীর ডিলিট পাচ্ছেন সাহিত্যিক শংকর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মে ৩, ২০১৬
রবীন্দ্র ভারতীর ডিলিট পাচ্ছেন সাহিত্যিক শংকর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সাহিত্যিক শংকরকে (মণিশঙ্কর মুখোপাধ্যায়) ডিলিট দেবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।

আগামী শনিবার (৭ মে) সমাবর্তন অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে।

এ বছর জানুয়ারি মাসের বিশেষ সভায় সাহিত্যিক শংকরকে এ সম্মাননা দেওয়ার প্রস্তাব পাশ হয়।

শংকর ছাড়াও সমাজবিজ্ঞানী আশিস নন্দী, চিত্রশিল্পী অঞ্জলি এলা মেনন ও বেহালাবাদক এল সুব্রহ্মণ্যমকে এ সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুরায় চৌধুরী।

এছাড়া নৃত্যশিল্পী মমতা শঙ্কর, নাট্যব্যক্তিত্ব শোভা সেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন ও ভাস্কর সুসেন্দ্র কুমীর ঘোষকে রাজ্য একাডেমি পুরস্কারে সম্মানিত করা হবে।

সমাবর্তন অনুষ্ঠানের দিন বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্যাম্পাসে হাঙ্গেরিতে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও ছবির প্রদর্শনশালা উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ৩, ২০১৬
ভিএস/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।