ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা মেক হাসপাতালে এমআরআই ইউনিট উদ্বোধন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ৪, ২০১৬
আগরতলা মেক হাসপাতালে এমআরআই ইউনিট উদ্বোধন

আগরতলা: আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক ম্যাগনেটিক রিজেন্স ইমেজিং (এমআরআই) ইউনিটের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) বিকেলে ওই ইউনিটের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বাদল চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধিকর্তা এম নাগারাজুসহ অন্যরা।

এছাড়া আগরতলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে ৩০টি অ্যাম্বুলেন্স পরিষেবারও সূচনা করা হয়। অ্যাম্বুলেন্সগুলো রাজ্যের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে, জরুরি প্রয়োজনে রোগী আনা- নেওয়ার জন্য।

সবশেষে স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মেডিকেল কলেজের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের কর্মকর্তা ছাড়াও হাসপাতালটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ৪, ২০১৬
এএটি/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।