ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শান্তিপূর্ণভাবেই শেষ হলো পশ্চিমবঙ্গের ভোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, মে ৫, ২০১৬
শান্তিপূর্ণভাবেই শেষ হলো পশ্চিমবঙ্গের ভোট

কলকাতা: কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হোল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফা। মোট ৬ দফায় বিধানসভা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে।

শেষ দফায় বৃহস্পতিবার (৫ মে)  ২৫ টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়।

ভোট গ্রহণের সময়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

শেষ দফার এই নির্বাচনে ভারতের অন্তর্ভুক্ত ছিট মহলের ভোটাররাও ভোট দিয়েছেন।

বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও বড় কোন ঘটনার খবর পাওয় যায় নি। শাসক এবং বিরোধী দলের তরফে শেষ পর্বের ভোটে  ভালো ফল করার দাবি করা হয়েছে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ১৯ মে।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, ০৫ মে , ২০১৬
ভিএস/এমএমকে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।