ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চরিত্র বদলাচ্ছে কলকাতার গরম, বিশেষজ্ঞদের সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ১২, ২০১৬
চরিত্র বদলাচ্ছে কলকাতার গরম, বিশেষজ্ঞদের সতর্কতা

কলকাতা: বিহার, ঝাড়খণ্ড কিংবা উত্তর প্রদেশের মতো চরিত্র বদলাচ্ছে কলকাতার গরম। গঙ্গা পাড়ের শহরে এ বছরের গরমে বইছে তীব্র গরম (‘লু’) হওয়া।

 

বিশেষজ্ঞরা বলছেন, এ গরমে চোখটুকু বাদ দিয়ে মুখ-নাক ঢেকে রাস্তায় বেরোনোর অভ্যাস করতে হবে কলকাতাবাসীর। শুধু সৌন্দর্য রক্ষার জন্য নয়, রোদের হাত থেকে বাঁচতেও এ সচেতনতা দরকার। তবে পাতলা ওড়না বা চাদর দিয়ে মুখ-নাক ঢেকে বিশেষ লাভ নেই। একমাত্র মোটা কাপড় জড়ালেই সূর্যরশ্মির প্রভাব থেকে রেহাই মিলতে পারে।

তীব্র গরমে হিটস্ট্রোকসহ অসুস্থের সংখ্যা বাড়ছে কলকাতায়। তাই গরমে প্রচুর বিশুদ্ধ পানি, লেবু শরবত ও খাবার স্যালাইন পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া গরমে বাইরে থেকে ঘরে ফিরেই সঙ্গে সঙ্গে গোসল না করে ফ্যানের বাতাসে ঘাম শুকিয়ে গোসলের পরামর্শ তাদের।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
ভিএস/ওএইচ/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।