ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে মমতার তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে মমতার তৃণমূল মমতা ব্যানার্জি

ঢাকা: বুথফেরত জরিপ (এক্সিট পোল) যে ‘ঝড়ের’ ইঙ্গিত দিয়েছিল, সে ঝড়ই বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এ ঝড় তুলেছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস।

এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পথে বাংলার ‘দিদি’র তৃণমূল।

নির্বাচনের চূড়ান্ত ফল এখনও পাওয়া না গেলেও প্রাথমিক ফলাফল বলছে, বিধানসভার ২৯৪ আসন দখলের ভোটে প্রায় ২১০টিতেই এগিয়ে তৃণমূল। প্রাথমিক ফলাফলের এ ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তবে এবার নিশ্চিতভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে যাচ্ছে মমতার দল।

সরকার গঠন করতে বিধানসভায় ১৪৮ আসনের প্রয়োজন হয়। সে বিবেচনায় মমতার দলের প্রার্থীদের বিশাল ব্যবধানে এগিয়ে থাকার খবর পুরো পশ্চিমবঙ্গে আলোড়ন তুলেছে।

২০১১ সালের নির্বাচনেও ঠিক এমন ঝড় তুলেছিল ‘দিদি’র তৃণমূল। সেবার বামপন্থিদের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল জিতে নিয়েছিল বিধানসভার ২২৭টি আসন।

নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, এবারও ঠিক এমনই ফল পেতে যাচ্ছে ‘বাঙালি দিদি’র দল। সেক্ষেত্রে টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর বাম-কংগ্রেস জোটকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে যাচ্ছেন মমতা ব্যানার্জি।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।