ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুড়ুচেরিতে শাসক দলকে হটিয়ে ক্ষমতায় কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
পুড়ুচেরিতে শাসক দলকে হটিয়ে ক্ষমতায় কংগ্রেস

ঢাকা: ভারতের বিধানসভা নির্বাচনে পুড়ুচেরিতে শাসকদল এআইএনআরসি’কে হটিয়ে ক্ষমতায় এসেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)।

 

রাজ্যগুলোর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল পুড়ুচেরির ৩০ আসনের সবগুলোর চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে।

 

প্রাপ্ত ফলাফলে, রাজ্যটিতে ১৭টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। চূড়ান্ত ফলাফলে প্রথম থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত টিকতে পারেনি এআইএনআরসি।

নির্বাচনে ৮ আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। এছাড়া ৪ আসন পেয়েছেন ‘আম্মা’ জয়ললিতা’র অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনিত্রা কাঝাগম (এআইএডিএমকে)। অন্যরা পেয়েছে ১টি দল।

কেন্দ্রশাসিত এ অঞ্চলে সরকার গঠনে প্রয়োজন ছিল ১৬টি আসন।

গত ৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি রাজ্যের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজ্যগুলো হলো- পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুরুচেড়ি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।