ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রথা ভেঙে রাজপথে শপথ নিতে চান মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
প্রথা ভেঙে রাজপথে শপথ নিতে চান মমতা

কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বাইরে এসে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন মমতা ব্যানার্জি।   এ সময় তিনি জানান, কলকাতার রেড রোডে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

 

আর এ ঘটনা ঘটলে এটি হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরেক বিরল ঘটনা।

 

এদিকে নির্বাচনে জয়ী বিধায়করা একে একে হাজির হচ্ছেন মমতার বাড়িতে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে হাজির হন পার্থ চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম, কলকাতার শোভন চট্টোপাধ্যায়, বৈশালী ডালমিয়া প্রমুখ।

সাধারণত রাজ্যপালের বাসভবন ‘রাজভবন’-এ  নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। কিন্তু মমতা ব্যানার্জি জানান, তার একান্ত ইচ্ছা শপথ গ্রহণ হউক কলকাতার রেড রোডে। এ ঘটনা ঘটলে প্রথমবার সাধারণ জনগণ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৯, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।