ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলাকে স্মার্ট সিটি করতে ২০৫৮ কোটি রূপি’র প্রকল্প

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মে ২৩, ২০১৬
আগরতলাকে স্মার্ট সিটি করতে ২০৫৮ কোটি রূপি’র প্রকল্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রক সারাদেশে মোট ১০০টি শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলাও।

 

নগর উন্নয়ন মন্ত্রক প্রথম পর্যায়ে মোট ২০টি শহরকে স্মার্ট সিটিতে উন্নীত করবে। পরবর্তী পর্যায়ে বাকি ৮০টি শহরকে স্মার্ট সিটিতে উন্নীত করা হবে।

স্মার্ট সিটি’র কিছু মৌলিক বৈশিষ্ট্য হলো- শহরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত ও নিরবচ্ছিন্ন থাকা, বিজ্ঞান সম্মত পয়ঃপ্রণালী এবং নিকাশি ব্যবস্থা, ২৪ ঘণ্টা পরিষ্কার সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, ভূগর্ভস্থ বিদ্যুৎ পরিবাহী লাইন সম্প্রসারণ, বিজ্ঞান সম্মত ভাবে শহরের জঞ্জাল সাফাই, শহরবাসীর জন্য পর্যাপ্ত বাসস্থান, বিজ্ঞান সম্পন্ন শৌচালয় ইত্যাদি।

আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা বাংলানিউজকে বলেন, আগরতলাকে স্মার্ট সিটিতে উন্নীত করতে হলে শহরে কিছু কিছু পরিষেবা সংযুক্ত করতে হবে এবং কিছু কিছু পরিষেবার মানের আরও উন্নয়ন ঘটাতে হবে।

এই জন্য আগরতলা পুরনিগমের মেয়রসহ অন্যান্য নির্বাচিত সদস্যরা ইতিমধ্যে একাধিক বৈঠক করে একটি মাস্টার প্ল্যান তৈরি করেছেন। প্ল্যানটি বাস্তবায়নের জন্য ২ হাজার ৫৮ কোটি রূপি’র প্রয়োজন বলেও জানান পুরনিগমের মেয়র।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৬
জিসিপি/ আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।