ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বিরোধী দলীয় নেতা হচ্ছেন মান্নান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মে ৩০, ২০১৬
পশ্চিমবঙ্গে বিরোধী দলীয় নেতা হচ্ছেন মান্নান আবদুল মান্নান

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতা হতে চলেছেন কংগ্রেস নেতা ও বরিষ্ঠ বিধায়ক আবদুল মান্নান।

জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব বৈঠকে বসে পরিষদের দলনেতা হিসেবে তার নাম ঠিক করেন।

সাধারণভাবে দ্বিতীয় বৃহত্তম দলের পরিষদীয় নেতাই বিরোধী দলনেতা হয়ে থাকেন।

বিধানসভা নির্বাচনে আসন প্রাপ্তির ভিত্তিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে কংগ্রেস সামনে এসেছে। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভায়  বিরোধী দল ছিল সিপিএম।

কংগ্রেসের ৪৪ জন বিধায়ক মুখবন্ধ খামে তাদের পছন্দের পরিষদীয় দলনেতার নাম উচ্চতর নেতৃত্বের কাছে জমা দিয়েছিলেন।
 
দিল্লির সবুজ সংকেত পাওয়ার পরই পরিষদীয় আবদুল মান্নান কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করেন।

এরপর তিনি সিপিএম বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন।

পশ্চিমবঙ্গে কংগ্রেস-সিপিএম জোটের অন্যতম উদ্যোক্তা ছিলেন আবদুল মান্নান।

মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা তেও বিরোধীদের জোট বজায় থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা,৩০ মে , ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।