ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এখনও সন্ধান মেলেনি কাবুলে অপহৃত এনজিওকর্মীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এখনও সন্ধান মেলেনি কাবুলে অপহৃত এনজিওকর্মীর

কলকাতা: দু’দিন পেরিয়ে গেলেও কাবুলে অপহৃত কলকাতার এনজিওকর্মী জুডিথ ডিসুজা’র এখনও সন্ধান মেলেনি। ভারত সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ অপহরণের শিকার ডিসুজার পরিবারের সঙ্গে কথা বলে আশ্বস্ত করছেন।

গত বৃহস্পতিবার (১০ জুন) রাতে কাবুল থেকে অপহৃত হন জুডিথ ডিসুজ। ‘আগা খান ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি।

রোববার (১২ জুন) জুডিথের কলকাতার বাড়িতে যান সিপিএম’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী বা অন্যকেউ জুডিথকে অপহরণের দায় স্বীকার করেনি।

কাবুলে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে মহিলা ও শিশুদের নিয়ে কাজ করছিলেন জুডিথ। ভারত সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানান হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুন ১২, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।