ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় অলিম্পিক দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আগরতলায় অলিম্পিক দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় ৬৯তম আন্তর্জাতির অলিম্পিক দিবস-২০১৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুন) রাজধানীর উমাকান্ত একাডেমিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুববিষয়ক দফতরের মন্ত্রী শহিদ চৌধুরী কর্মসূচির উদ্ধোধন করেন।

শতাধিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন বয়সের নারী-পুরুষ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

মন্ত্রী বলেন, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস, ওই দিনও রাজ্যে যোগ কর্মশালার পাশাপাশি রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে।

ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দফতর, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা স্পোর্ট কাউন্সিলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।