ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাসিনার অভিনন্দন বার্তা মমতাকে পৌঁছালেন হাইকমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
হাসিনার অভিনন্দন বার্তা মমতাকে পৌঁছালেন হাইকমিশনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের পুনর্নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছেন ভারতে নিযুক্ত হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী।

সোমবার (২০ জুন) মমতার প্রশাসনিক ভবন ‘নবান্নে’ সাক্ষাৎ করে এ বার্তা পৌঁছে দেন তিনি।

সাক্ষাৎ শেষে বেরিয়ে বাংলাদেশি হাইকমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানানোর জন্য এই সাক্ষাৎকার।

হাইকমিশনার বলেন, তিস্তাসহ এ সংক্রান্ত সব বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলাদেশের সম্পূর্ণ আস্থা আছে।

মুয়াজ্জেম আলী আরও বলেন, তিস্তা প্রসঙ্গের সঙ্গে ইলিশের ব্যাপারেও কথা হয়েছে, পোর্ট ও এক্সপোর্টের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে সবিস্তারে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর সঙ্গে ছিলেন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদসহ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৫২৯ ঘণ্টা, জুন ২১, ২০১৬
ভিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।