ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ৬৯২ হেক্টর জমিতে তৈল ও খরিপ শস্য চাষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
ত্রিপুরায় ৬৯২ হেক্টর জমিতে তৈল ও খরিপ শস্য চাষ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ২০১৬-১৭ অর্থ বছরে ত্রিপুরার সিপাহীজলা জেলার বিভিন্ন ব্লক এলাকায় ৫শ’ ৭২ হেক্টর জমিতে তৈলবীজ এবং ১শ’  ২০ হেক্টর জমিতে অন্যান্য খরিপ দানা শস্য চাষ করা হয়েছে।

 

জেলার অন্তর্গত বিশালগড়, জম্পুইজলা, বক্সনগর, মোহনভোগ এবং কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত ৫শ’ ৫৬ হেক্টর জমিতে তিল ও ১৪ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে।

এছাড়াও জেলার ৩২ হেক্টর জমিতে বাজরা, ৫ হেক্টর জমিতে সয়াবিন, ২০ হেক্টর জমিতে পাট, ২৩ হেক্টর জমিতে মেস্তা, ১৪ হেক্টর জমিতে তুলা এবং ২৬ হেক্টর জমিতে আখ চাষ করা হয়।

‘জেলা কৃষি দফতর’ অফিস থেকে এই তথ্য জানা যায়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।