ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার খোয়াই জেলায় সিপিআই (এম) এর ৠালি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
ত্রিপুরার খোয়াই জেলায় সিপিআই (এম) এর ৠালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ছয় দফা দাবিতে খোয়াই জেলার কল্যাণপুরে এক ৠালি ও সমাবেশ করেছে সিপিআই (এম) দলের দ্বারিকাপুর শাখা কমিটি।

 

শনিবার (১৬ জুলাই) র‍্যালিটি দ্বারিকাপুর এলাকার সিপিআই (এম) কার্যালয়ের সামনে থেকে বের হয়ে আমতলী, গণ রাইছড়াসহ আশে-পাশের এলাকা অতিক্রম করে আবার দ্বারিকাপুর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

পরে সেখানে একটি সভাও অনুষ্ঠিত হয়।

এই ৠালিতে জাতি-উপজাতিসহ সব স্তরের নারী-পুরুষ অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন মহকুমা স্তরের সিপিআই (এম) নেতারা। এ সময় নেতারা তীব্র ভাষায় ভারতের কেন্দ্রীয় সরকারের দায়িত্বে থাকা বিজেপি’র নেতৃত্বাধীন এনডিএ সরকারের নীতির সমালোচনা করেন।
 
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।