ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় অন্যরকম মিলন মেলা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
 ত্রিপুরায় অন্যরকম মিলন মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় হিন্দু ও মুসলমান ধর্মাবলম্বীদের যৌথ উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের সাকাইবাড়ী এলাকার বিমাতরা বাবার দরগায় উভয় সম্প্রদায়ের মানুষের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে একদিকে হিন্দুধর্মের মানুষ যেমন সংকীর্তন করেন, তেমনি মুসলমান ধর্মের মানুষ আয়োজন করেন মিলাদ, মুর্শিদি ও গজল। পাশাপাশি তারা নিজেদের তৈরি শিন্নি ও প্রসাদ বিতরণ করেন মেলায় আগত মানুষের মধ্যে।
১৬ বছর ধরে এইমেলার আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা। প্রতি বছরই মেলায় মানুষের ভিড় বাড়ে।


বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এএটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।