ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে প্রাইমার্কের প্রতি আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে প্রাইমার্কের প্রতি আহ্বান

ঢাকা: বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং বাড়ানো, বিশেষ করে বৈচিত্র্যময় মূল্য সংযোজিত পোশাক আরও অধিক পরিমাণে সোর্সিংয়ের জন্য প্রাইমার্কের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

বিশ্বখ্যাত এই পোশাক ব্র্যান্ডটিকে আরও উদ্ভাবনামূলক উচ্চমানের পণ্য উৎপাদনে বাংলাদেশি  প্রস্তুতকারকদের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।

যাতে বাংলাদেশে তাদের সরবরাহকারীরা পণ্য ও উৎপাদন প্রক্রিয়ায় টেকসই হওয়ার ক্ষেত্রে সক্ষমতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য অনুরোধ জানান ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে প্রাইমার্ক অ্যান্ড অ্যাসোসিয়েটেড ব্রিটিশ ফুডসের (এবিএফ)  একটি প্রতিনিধিদল সাক্ষাতের সময় তিনি এ আহবান জানান।

প্রতিনিধিদলে ছিলেন- প্রাইমার্কের সিইও পল মার্চেন্ট, পল লিস্টার, ডিরেক্টর অব লিগ্যাল সার্ভিসেস অ্যান্ড কোম্পানি সেক্রেটারি, এবিএফ, ক্যাথরিন স্টুয়ার্ট, গ্রুপ কর্পোরেট রেসপনসিবিলিটি ডিরেক্টর, এবিএফ, স্টিভ লটন, প্রাইমার্ক গ্রুপ প্রোডাক্ট ডিরেক্টর; জন রোলস, এড ডিরেক্টর অব প্লানিং এন্ড স্পেস: এমা অরমন্ত, হেড অব পলিসি এন্ড পাবলিক অ্যাফেয়ার্স, প্রাইমার্ক ম্যাথিউ রোডস, হেড অব সোর্সিং প্রাইমার্ক এবং ফিলিপ্পো পোগি, কান্ট্রি কন্ট্রোলার বাংলাদেশ, প্রাইমার্ক।

বৈঠকে বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী ও পরিচালক ফয়সাল সামাদও উপস্থিত ছিলেন। তারা শিল্পের বর্তমান অবস্থা, শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

প্রাইমার্ক এবং বিজিএমইএ কীভাবে অর্থনীতি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব রেখে এবং ভ্যালু চেইনে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নসহ সাসটেইনেবিলিটি ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করতে পারে, সেটি নিয়েও তারা আলোচনা করেছেন।

তারা প্রাইমার্ক এবং শিল্পের জন্য একটি উইন-উইন পরিস্থিতি তৈরিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিজিএমইএ এর কৌশলগত রূপকল্প তুলে ধরেন, যার লক্ষ্য হচ্ছে, পোশাক শিল্পের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, উদ্ভাবন এবং প্রযুক্তি গ্রহণের মাধ্যমে শিল্পকে আরও টেকসই করা এবং শিল্পের প্রতিযোগী সক্ষমতা আরও বাড়ানো।

তিনি প্রাইমার্ককে উদ্ভাবন, দক্ষতা এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কেন্দ্রে (সেন্টার অব ইনোভেশন, এফিশিয়েন্সি এবং ও এসএইচ) সহযোগিতা দিতে এগিয়ে আসার জন্যও আহ্বান জানান।

বিজিএমইএ কর্তৃক প্রতিষ্ঠিত এই কেন্দ্রটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পকে জ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান দিয়ে সহায়তা করা, যাতে করে বৈশ্বিক বাজারে শিল্পটির প্রতিযোগী সক্ষমতা বাড়ে।

বাংলাদেশ সময়:১২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমকে/এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।