ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

না.গঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
না.গঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্যারাডাইজ কেবলস্ লিমিটেডের শ্রমিক কর্মচারীরা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের চাষাঢ়া প্রেসক্লাব প্রাঙ্গনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

এ সময় ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধসহ নানা দাবি তুলে ধরেন শ্রমিকরা।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (ইন্টিলিজেন্স) বশির আহমেদ জানান, কারখানার কয়েকটি সেকশনে লে-অফ ঘোষণা করা হয়েছে। সেখনে শ্রমিকরা তাদের কিছু দাবি তুলে ধরেছেন৷ কলকারখানা অধিদপ্তরের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের প্যারাডাইজ গ্রুপের প্রতিষ্ঠান এস.বি.এস কেবলসের সকল শ্রমিক ও কর্মচারীদের লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।