ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে ডিএসইর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে ডিএসইর শোক

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও ডোরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন৷ 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার।

বুধবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

অত্যন্ত সু-পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব নূরে আলম সিদ্দিকী বৃহত্তর যশোরের ঝিনাইদহ জেলায় ১৯৪৪ সালের ২৬ মে জন্মগ্রহণ করেন৷ নূরে আলম সিদ্দিকী ষাট দশকের এক তুখোর ছাত্রনেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব৷ নূরে আলম সিদ্দিকী ১৯৭৭ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন৷ ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভের তিন বছর পর ১৯৭৯ সালে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন৷  নূরে আলম সিদ্দিকী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঐ বছর চারটি কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে সিকিউরিটিজের পরিমাণ দাঁড়ায় ১৮ তে৷ পরবর্তী সময়ে তিনি ১৯৮১ সালে আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দায়িত্ব পালন করেন৷ নূরে আলম সিদ্দিকী দুই মেয়াদে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে পুঁজিবাজার উন্নয়নকল্পে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ 

মরহুমের প্রথম নামাজের জানাজা বাদ জোহর ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং দ্বিতীয় নামাজের জানাজা বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে৷ 

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসএমএকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।